হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নারীকে উত্ত্যক্তের অভিযোগে ৫ যুবকের ৬ মাসের কারাদণ্ড

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহনাজ আক্তারকে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটেদের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পাঁচ বখাটে যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পাঁচ যুবক সংঘবদ্ধভাবে ওই চিকিৎসককে আপত্তিকর মন্তব্য ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আব্দুল্লাহ আল শাফি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। ইউএনও বিষয়টি মিঠামইন থানাকে অবহিত করলে গতকাল শনিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদারের নির্দেশে বখাটে যুবকদের আটক করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন অপরাধী পাঁচ যুবককে ছয় মাস করে কারাদণ্ড দেন। 

সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন রতন মিয়ার ছেলে তরিকুল (২০), দুলাল মিয়ার ছেলে রাতুল মিয়া (১৯), আমির হোসেনের ছেলে উৎসব মিয়া (১৯), বিল্লাল হোসেনের ছেলে ইমন মিয়া (১৮), শামীম মিয়ার ছেলে নয়ন মিয়া (১৮)। সাজা পাওয়া প্রত্যেকেই মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি