হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানার শেড তৈরির সময় ওপর থেকে পড়ে শ্রমিক নিহত

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে রিফাত হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার শেডের আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রিফাত হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি ডিজাইন সেট নামক একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। নয়নপুর এলাকায় ভাড়া থাকতেন রিফাত।

নিহতের বড় ভাই মো. ফরহাদ হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে আমরা কয়েকজন আরএকে সিরামিক কারখানার শেড নির্মাণের কাজ করছি। আজ সকাল ৯টার দিকে আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় অসাবধানতায় ভাই নিচে পড়ে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাত পায়। দ্রুত কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। পরেে সিটি স্ক্যান করতে রওনা হওয়ার সময় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুটি হাত ভেঙে যায়।’

আরএকে সিরামিক কারখানার ব্যবস্থাপক, প্রশাসন খালেদ আমিন বলেন, ‘একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোকজন দিয়ে শেড নির্মাণের কাজ করার সময় একজন শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব