হোম > সারা দেশ > ঢাকা

‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’

রাজধানীর শ্যামপুরে শুরু হলো ফটো সাংবাদিক কাকলী প্রধানের তিন দিনব্যাপী ১০০টি নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী। নদী রক্ষা করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। কোনোভাবেই নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না। দখল-দূষণের হাত থেকে নদী রক্ষা করতে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।  

বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুর ইকো পার্কে  ফটো সাংবাদিক কাকলী প্রধানের ‘নদী  নেবে’ শিরোনামে একশটি নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে তাজুল ইসলাম বলেন, নদী রক্ষায় মাস্টারপ্ল্যানের কাজ সম্পন্ন। এখন দরকার প্ল্যান অব অ্যাকশন। শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থপতি ও নগরবিদ ইকবাল হাবিব বলেন,  প্রভাবশালীদের দাম্ভিকতার শিকার নদী। এদের কারণেই নদী দখল ও দূষণ হচ্ছে। ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে উন্নয়ন। যাদের কারণে উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে সেইসব নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নদী রক্ষা কমিশনকে দুর্নীতি দমন কমিশনের মতো শক্তিশালী করার পরামর্শ দেন তিনি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ফটো সাংবাদিক কাকলী প্রধান বলেন, নদী রক্ষায় ব্যক্তিগত প্রচেষ্টাগুলোকে একত্রিত করে ঐক্যবদ্ধ রূপ দিতে হবে। জনগণকে সচেতন হলে প্রভাবশালীরা পিছু হটতে বাধ্য হবে। আর সেটি হলেই প্রাণ ফিরে পাবে নদীগুলো। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ'র বোর্ড সদস্য (প্রকৌশল শাখা) ড. এ কে এম মতিউর রহমান। 

২০ থেকে ২২ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ‘নদী নেবে’ শিরোনামে এটি এ বছরের শেষ প্রদর্শনী। এর আগে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি টেকনাফের দমদমিয়া ঘাটে এবং ১০ থেকে ১২ মার্চ খুলনায় রুপসা নদীর তীরে আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত