হোম > সারা দেশ > ঢাকা

আমাকে দেখলে কি মনে হয়, জোচ্চুরির জন্য ব্যবসা করি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘আমাকে দেখলে কি মনে হয়, আমি জোচ্চুরি করার জন্য ব্যবসা করি।’ আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার শুনানি শেষে এ কথা বলেন। 

গ্রামীণ টেলিকমের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার পর ও অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস। সেখানেই তিনি এ প্রশ্ন রাখেন। 

ড. ইউনূস বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, আমি সুদখোর—এ রকম ভয়াবহ শব্দ অভিযোগে বলা হয়েছে। এ অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কি না—সেটা আপনারাই বিবেচনা করবেন। আমার বিরুদ্ধে অভিযোগ দেশের জনগণ বিবেচনা করবে।’ 
 
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। আমি ১ কোটি গরিব মানুষকে গ্রামীণ ব্যাংকের মালিক বানিয়েছি, তাদের মালিকানা দিয়েছি। আর কেউ তো দেয়নি। আমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আত্মসাৎ করেছি, আমাকে নাকি পদ্মায় ফেলে চুবানো হবে—এ রকম অনেক কটু কথা বড় বড় প্রোগ্রামে বলা হয়েছে। মানুষ কিছুই গ্রহণ করেনি। আজকে যে অভিযোগ এসেছে অর্থ পাচারের, এগুলো সব আগের মতোই হয়রানি।’ 

আপনার সঙ্গে বারবার কেন এমন হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ প্রশ্ন তো আমিও আপনাদের মাধ্যমে বারবার করেছি। যারা আমার সঙ্গে এমন করছে এ ব্যাখ্যা তো তাঁরা দেবেন। আমি কেন এই ব্যাখ্যা দেব?’

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার