হোম > সারা দেশ > ঢাকা

নবম পে-স্কেলসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

আজকের পত্রিকা ডেস্ক­

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

নবম পে-স্কেল দ্রুত ঘোষণাসহ ৫ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ তম গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে কার্যকরী সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রজাতন্ত্রের ১৪ লাখ ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীর ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাঁরা আরও বলেন, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনের পক্ষ থেকে দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত নবম পে-কমিশন গঠন করে বেতনবৈষম্য দূরীকরণ, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং অন্তর্বর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, অসংগতিপূর্ণ নিয়োগবিধি সংশোধন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ব্লকপোস্ট প্রথা বিলুপ্তি এবং আউটসোর্সিং ব্যবস্থা বাতিলের আহ্বান জানান তারা।

পাশাপাশি সচিবালয়ের মতো পদ-পদবি ও গ্রেড প্রদান, সকল ভাতা বৃদ্ধিসহ শতভাগ পেনশন হার, ঝুঁকিপূর্ণ ও টেকনিক্যাল কাজের জন্য অতিরিক্ত ভাতা প্রদান এবং রেলওয়ের অপ্রতুল রেশন ভাতা বাতিল করে বর্তমান বাজার অনুযায়ী রেশন সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে