হোম > সারা দেশ > ঢাকা

নবম পে-স্কেলসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

আজকের পত্রিকা ডেস্ক­

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

নবম পে-স্কেল দ্রুত ঘোষণাসহ ৫ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ তম গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে কার্যকরী সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রজাতন্ত্রের ১৪ লাখ ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীর ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাঁরা আরও বলেন, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনের পক্ষ থেকে দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত নবম পে-কমিশন গঠন করে বেতনবৈষম্য দূরীকরণ, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং অন্তর্বর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, অসংগতিপূর্ণ নিয়োগবিধি সংশোধন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ব্লকপোস্ট প্রথা বিলুপ্তি এবং আউটসোর্সিং ব্যবস্থা বাতিলের আহ্বান জানান তারা।

পাশাপাশি সচিবালয়ের মতো পদ-পদবি ও গ্রেড প্রদান, সকল ভাতা বৃদ্ধিসহ শতভাগ পেনশন হার, ঝুঁকিপূর্ণ ও টেকনিক্যাল কাজের জন্য অতিরিক্ত ভাতা প্রদান এবং রেলওয়ের অপ্রতুল রেশন ভাতা বাতিল করে বর্তমান বাজার অনুযায়ী রেশন সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন