হোম > সারা দেশ > ঢাকা

নবম পে-স্কেলসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

আজকের পত্রিকা ডেস্ক­

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

নবম পে-স্কেল দ্রুত ঘোষণাসহ ৫ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ তম গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে কার্যকরী সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রজাতন্ত্রের ১৪ লাখ ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীর ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাঁরা আরও বলেন, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনের পক্ষ থেকে দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত নবম পে-কমিশন গঠন করে বেতনবৈষম্য দূরীকরণ, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং অন্তর্বর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, অসংগতিপূর্ণ নিয়োগবিধি সংশোধন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ব্লকপোস্ট প্রথা বিলুপ্তি এবং আউটসোর্সিং ব্যবস্থা বাতিলের আহ্বান জানান তারা।

পাশাপাশি সচিবালয়ের মতো পদ-পদবি ও গ্রেড প্রদান, সকল ভাতা বৃদ্ধিসহ শতভাগ পেনশন হার, ঝুঁকিপূর্ণ ও টেকনিক্যাল কাজের জন্য অতিরিক্ত ভাতা প্রদান এবং রেলওয়ের অপ্রতুল রেশন ভাতা বাতিল করে বর্তমান বাজার অনুযায়ী রেশন সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ