হোম > সারা দেশ > গোপালগঞ্জ

জাল ভোট দেওয়ায় গোপালগঞ্জে যুবক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল ভোট দেওয়ায় রতন অধিকারী নামের এক যুবককে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বুধবার সকালে উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি এলাকার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।

পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বি এম বাবুল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জাল ভোট দেওয়ার সময় রতন অধিকারী নামের এক যুবককে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে কেন্দ্র থেকে আটক করে নিয়ে যান।

এ ছাড়া গোপালগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ২২৭টি কেন্দ্রে আজ বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোরে ঘণ্টাখানেকের বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার কারণে শুরুর দিকে ভোটার উপস্থিতি বেশ কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি আনসারও মোতায়েন রয়েছে। রয়েছে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, র‍্যাব ও বিজিবির সার্বক্ষণিক টহল।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটাধিকার প্রয়োগ করবেন ৫ লাখ ৮৮ হাজার ৪২৯ জন ভোটার।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা