হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসিতে চিকিৎসাধীন ভারতফেরতদের ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়নি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সম্প্রতি ভারত থেকে আসা দুইজন কোভিড আক্রান্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টের শিকার কি–না তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকেই আলাদা রাখা হয়েছে।

রোববার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। ভ্যারিয়েন্ট শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।

এর আগে ঈদের দিন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে হাসপাতালটির পরিচালকেরর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ভারতফেরত দুইজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পরদিন পরিচালক সংবাদটি সঠিক নয় বলে জানান।

আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইইডিসিআরে তাদের নমুনা পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলে স্বাস্থ্য অধিদপ্তর সেটির ব্যাপারে বিস্তারিত জানাবে।

হাসপাতালে বর্তমান ভর্তি রোগীর চিত্র তুলে ধরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতালে এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও ভর্তি রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে ৪০ জন আছেন আইসিইউতে। অসচেতনভাবে ঈদ যাত্রার পরে রোগীবাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু