হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। চোর সন্দেহে স্থানীয়রা ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। তবে পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোররাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহত যুবকের নাম ফয়সাল শেখ (২৬)। তিনি পার্শ্ববর্তী বেদগ্রাম এলাকার শরিফুল শেখের ছেলে। বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকার একজন চায়ের দোকানি ছিলেন ফয়সাল। 

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, রাত সাড়ে ৪টার দিকে গোলাবাড়িয়া এলাকায় এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ফয়সাল নামের ওই যুবকের মরদেহ পাওয়া যায়। ভোরে চোর সন্দেহে ফয়সালকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় স্থানীয়রা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এদিকে ফয়সালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তার মা পান্না বেগম বলেন, ‘মোবাইল ফোনে কল এলে রাত ৮টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ১০টায় তার সাথে মোবাইল ফোনে শেষ কথা হয়। তখন সে জানায় কিছুক্ষণ পরে আসবে। কিন্তু আর আসেনি। আমার ছেলেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে।’

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার