হোম > সারা দেশ > ঢাকা

এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীদের অবস্থান, পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে কাকরাইল মোড়ে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। ছবি: আজকের পত্রিকা

শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ভাইভার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পাশে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীরা। আজ সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে ১৮ তম শিক্ষক নিবন্ধনের শতাধিক প্রার্থী সেখানে অবস্থান নেন। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকেলে যমুনার অভিমুখে পদযাত্রা করেন তাঁরা। বিকেল ৫টার দিকে কাকরাইল মসজিদের পাশের সড়কে অবস্থান নেয়।

পুলিশের অনুরোধেও আন্দোলনকারীরা সড়ক ছেড়ে না দেওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ সময় বিক্ষোভকারীরা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছেন। তাঁরা সারা দিন প্রেসক্লাবে ছিলেন। সেখান থেকে স্মারকলিপি প্রদান ও প্রতিনিধি প্রেরণের চেষ্টা করেছেন। কিন্তু শিক্ষা উপদেষ্টা, সচিবালয় কিংবা যমুনায় কোথাও প্রতিনিধি দল পাঠাতে সাহায্য করেনি। বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে উঠিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, যমুনা ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও বিভিন্ন মহল সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। তাদের সড়ক ছেড়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি দাওয়া জানানোর জন্য অনুরোধ করার পরও সড়ক ছাড়েনি। পরে বাধ্য হয়ে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার