হোম > সারা দেশ > ঢাকা

এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীদের অবস্থান, পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে কাকরাইল মোড়ে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। ছবি: আজকের পত্রিকা

শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ভাইভার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পাশে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীরা। আজ সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে ১৮ তম শিক্ষক নিবন্ধনের শতাধিক প্রার্থী সেখানে অবস্থান নেন। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকেলে যমুনার অভিমুখে পদযাত্রা করেন তাঁরা। বিকেল ৫টার দিকে কাকরাইল মসজিদের পাশের সড়কে অবস্থান নেয়।

পুলিশের অনুরোধেও আন্দোলনকারীরা সড়ক ছেড়ে না দেওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ সময় বিক্ষোভকারীরা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছেন। তাঁরা সারা দিন প্রেসক্লাবে ছিলেন। সেখান থেকে স্মারকলিপি প্রদান ও প্রতিনিধি প্রেরণের চেষ্টা করেছেন। কিন্তু শিক্ষা উপদেষ্টা, সচিবালয় কিংবা যমুনায় কোথাও প্রতিনিধি দল পাঠাতে সাহায্য করেনি। বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে উঠিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, যমুনা ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও বিভিন্ন মহল সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। তাদের সড়ক ছেড়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি দাওয়া জানানোর জন্য অনুরোধ করার পরও সড়ক ছাড়েনি। পরে বাধ্য হয়ে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন