হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে সতেরো মাথার খেজুর গাছ

প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে সতেরো মাথার একটি খেজুর গাছ পাওয়া গেছে। সদর উপজেলার ধুঞ্চি পুদ্দার চালা এলাকায় খেজুর গাছটি জন্মেছে। প্রতিটি মাথা-ই প্রায় সমান উচ্চতার, যে কারণে কোনটি মাথা কোনটি কাণ্ড সেটি বোঝার উপায় নেই। জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছটিকে দেখতে ভিড় জমান বলে জানায় স্থানীয়রা। 

স্থানীয় সুমন শেখ জানায়, আমার বয়স চলে পঁয়ত্রিশ বছর। জন্মের পর থেকেই গাছটি দেখছি অনেক গুলো মাথা নিয়ে বেড়ে উঠছে। খেজুর গাছটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমায়। গাছটির মালিক কবির হোসেন।

আবুল হোসেন জানায়, এই খেজুর গাছে কোন ফল আসে না। কেউ রসও বেড় করে না। গাছটি কে কবে লাগিয়েছে তা কেউ জানে না। এই অঞ্চলের অনেক খেজুর গাছে কেটে জ্বালানি হিসেবে ব‍্যবহার করছে। এই গাছটিতে সতেরো মাথা হওয়ার কারণে কেউ কাটতে সাহস পায়নি। 

পথচারী সঞ্জয় কুমার ভৌমিক জানায়, এ রকম খেজুর গাছ সচরাচর দেখা যায় না। অনেকেই এই খেজুর গাছ দেখে ফোনে ছবি তোলেন। অনেকে আবার ভয়ে গাছটির দিকে তাকায়ও না। 

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম শহীদ নূর আকবার জানান, একটি গাছে একাধিক মাথা এটা অনেকগুলো কারণে হতে পারে। এর মধ্যে হরমোনজনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন