হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিছানায় পড়ে ছিল নারীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ, পলাতক স্বামী

গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাকশ্রমিককে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভাড়াবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রাহেলা আক্তার (২৫) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার যাকতকুন্নি গ্রামের রুমালীর মেয়ে। তিনি মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লু প্ল্যান্ট নামক গার্মেন্টসে চাকরি করতেন। পলাতক স্বামীর নাম সুজন মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা মহসিন আলী বলেন, পাঁচ দিন আগে রাহেলা ও তাঁর স্বামী মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়ায় ওঠেন। রাহেলা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রোববার কোনো এক সময় রাহেলাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁর স্বামী। পরে মরদেহ বিছানায় ফেলে পালিয়ে যান তিনি। রাতে বাড়ির লোকজন রাহেলার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পারিবারিক কলহের জেরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯