হোম > সারা দেশ > রাজবাড়ী

স্কুলছাত্রী অপহরণের মামলায় নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রী অপহরণ মামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন পাংশার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম জামরল ইসলাম মণ্ডল (৪৯)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের সিরাজুর ইসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। অন্যদিকে ভুক্তভোগী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।

বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল সোমবার ওই ছাত্রীর বাবা বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার সকালে আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি