হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় হান্নান মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ রোববার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার রায়পুরা  ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দঁড়িসাপমারা (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হান্নান মৃত সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান মিয়া গত দুই-তিন বছর যাবৎ প্যারালাইসিসসহ নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন। সংসারে স্ত্রী দুই ছেলে এক মেয়ে রয়েছে। রোববার দুপুরের খাবারের পর পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে চলে যান। এই সুযোগে নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরের দরজা জানালা খোলা অবস্থায় ছিল। হঠাৎ এক প্রতিবেশী তাঁর ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে আসে। পরিবারের সদস্যরা খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন।

এ ঘটনার পর রায়পুরা থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

নিহতের বোন নুরনাহার জানান, বিকেলে তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম দরজা জানালা খোলা তখনই জানালার দিকে থাকালেই চোখ পড়ল ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ। দেখেই অজ্ঞান হয়ে পরে যাই।

রায়পুরা থানার উপপরিদর্শক মোরাদ হোসেন জানান, নিহতের খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে এসে সুরতহাল সম্পূর্ণ করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত রহস্য জানা যাবে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান