গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বিল্লাল হোসেন (৪৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিসারং এলাকার মৃত ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, ভোরবেলায় ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটির ওপরে উঠে গেলে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা শিকার করে আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।