হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ‘যমুনা অ্যাপারেলস’র শ্রমিকদের কর্মবিরতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় শ্রমিক অসন্তোষ নিরসনে ছুটে যান সেনাসদস্যরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা দিনভর কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।

কারখানা সূত্রে জানা যায়, উচ্ছৃঙ্খলতার অভিযোগে গত মঙ্গলবার কারখানাটির ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী তাঁদের সব পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্য শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি শুরু করেন তাঁরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

কারখানামালিক রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। শ্রম আইনের ধারা অনুযায়ী শ্রমিকদের চাকরিচ্যুত ও পাওনা পরিশোধ করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা দিনভর কর্মবিরতি পালন করেছেন। পরে সেনাসদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো সমাধান ছাড়াই বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক