হোম > সারা দেশ > ঢাকা

কাকরাইল মসজিদ ও ইজতেমা তাবলিগের সাদপন্থীমুক্ত রাখার দাবি যুবায়েরপন্থীদের

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় প্রেসক্লাবে যুবায়েরপন্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমা মাঠ সব সময়ের জন্য ‘ওলামা বিদ্বেষী’ সাদপন্থী মুক্ত রাখার দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের যুবায়েরপন্থীরা। তারা অভিযোগ করে বলেছেন, সাদপন্থীদেরকে নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জাতীয় ওলামা-মাশায়েখ বাংলাদেশের ব্যানারে ‘দাওয়াত ও তাবলীগ হেফাজতের লক্ষ্যে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ফজলুল করীম কাসেমী।

ফজলুল করীম কাসেমী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেলমর্দন করে মদদ দিয়েছে, ভোটারবিহীন নির্বাচনে ফ্যাসিস্ট শেখ হাসিনার দলীয় কর্মী হিসেবে মাঠে ময়দানে কাজ করেছে, আজ তারাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলী এবং সমন্বয়কগণের আশপাশে ওই সাদপন্থীদের ভিড় দেখা যাচ্ছে। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইস্তেমার মাঠ সব সময়ের জন্যই ওলামা বিদ্বেষী সাদপন্থী মুক্ত রাখতে হবে।

তিনি বলেন, দেশ এখন একটি সংকটকাল অতিক্রম করছে। এ অবস্থায় সাদপন্থীদেরকে নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।

হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইজতেমা ময়দান ৯০ শতাংশ ওলামাপন্থী তাবলীগের সাথী তথা উলামায়ে কেরামদের পরামর্শে শূরায়ে নেজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে। গত ৫ নভেম্বর মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এমনটি ছিল। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাহাউদ্দীন জাকারিয়া, নাজমুল হাসান কাসেমী, কিফায়াতুল্লাহ আজহারী, সানাউল্লাহ প্রমুখ।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’