হোম > সারা দেশ > ঢাকা

শনির আখড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুজন গ্রিন লাইন পরিবহন বাসের হেলপার ছিলেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বুধবার রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে শনির আখড়া থেকে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যান ধাক্কা দিয়েছিল বলে তাঁর সহকর্মীরা জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সুজনের সহকর্মী মো. রাসেল বলেন, সুজন গ্রিন লাইন পরিবহনের হেলপার ছিলেন। রাতে শনির আখড়ায় সেন্টু তেল পাম্পের সামনে তাঁদের গ্রিন লাইন বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন সুজন। তখন একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান এসে তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। সুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

সুজনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুরে।

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে