হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুরে ট্রেনের শৌচাগারে ধর্ষণ, কর্মচারী আটক

নীলফামারী ও গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক যাত্রীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত অভিযোগে ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।

রেলওয়ে পুলিশ বলেছে, ভুক্তভোগী ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। আটক সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়।

সৈয়দপুর রেলওয়ের জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। ভুক্তভোগী যাত্রী রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন, সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা ট্রেনের শৌচাগারে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা রেলওয়ের কর্মচারী সাইফুলকে আটক করেন।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনটি বগুড়ার সান্তাহার স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গতকাল রাতে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, ‘ভুক্তভোগী ওই নারীকে থানায় নিয়ে আসা হচ্ছে। মামলা হওয়ার পর আমরা ব্যবস্থা নেব।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা