হোম > সারা দেশ > গাজীপুর

কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, আহত ২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত (৬০) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক জাকির হোসেন (৩৮) ও যাত্রী ইউসুফ আলী (৫০) আহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকার গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম লিটন।

নিহত পথচারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। অন্যদিকে আহত অটোরিকশা চালক জাকির কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। যাত্রী ইউসুফ কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, বিকেলে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকার গ্লাস ফ্যাক্টরির সামনে ঘোড়াশারগামী একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে আসে। এ সময় একই দিকগামী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের এক অজ্ঞাত পথচারী নারী ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে অটোরিকশাটি ছিটকে রাস্তার বিপরীত দিকের খাদে পড়ে যায়।

এসআই আরও জানান, নিহত ওই অজ্ঞাত নারীর সুরতাল শেষে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক জাকিরকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়। যাত্রী ইউসুফকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যান ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯