গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত (৬০) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক জাকির হোসেন (৩৮) ও যাত্রী ইউসুফ আলী (৫০) আহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকার গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম লিটন।
নিহত পথচারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। অন্যদিকে আহত অটোরিকশা চালক জাকির কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। যাত্রী ইউসুফ কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী গ্রামের বাসিন্দা।
এসআই আরও জানান, নিহত ওই অজ্ঞাত নারীর সুরতাল শেষে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক জাকিরকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়। যাত্রী ইউসুফকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যান ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।