হোম > সারা দেশ > ঢাকা

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৩৫ জন সাবেক বিডিআর সদস্য

গাজীপুর প্রতিনিধি

মুক্তি পাওয়া বিডিআর সদস্য। ছবি: আজকের পত্রিকা

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার আসামি বিডিআরের ৩৫ জন সাবেক সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ৩টি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তাঁরা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন।

মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যদের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ৩২ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ২ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পাওয়া ১ জন রয়েছেন।

এ সময় কারা ফটকের সামনে তাঁদের আত্মীয়স্বজন উপস্থিত থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বরণ করে নেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন বিডিআর সদস্যদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ৩২ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার ৫৩ জন বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর করেন আদালত। পরে জামিনের কাগজপত্র আজ সোমবার দুপুরে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।

সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা জানিয়েছেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ২ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া সাবেক বিডিআর সদস্য আব্দুল্লাহ আল মামুনের বড় বোন কামরুন্নাহার বলেন, ‘একসময় ভাবতাম আদৌও ভাইকে পাব কি না। আজকে ভাইকে সামনাসামনি পেয়ে অনেক ভালো লাগছে। এর পেছনে যারা কাজ করছে ,সহযোগিতা করছে, সবাইকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘ভাইয়ের চিন্তায় আমার বাবা মারা যান। মা অসুস্থ হয়ে পড়েছেন। এখন মার বুকে ছোট ভাইকে তুলে দিতে পারলে কিছুটা স্বস্তি পাব।’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে