হোম > অপরাধ > ঢাকা

পচা কাজ বলে ঘুষ নিচ্ছেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

রাজবাড়ী প্রতিনিধি

‘সকাল বেলা কি পচা কামডা নিয়ে আইছো?’ এমন কথা বলে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার। আজ বুধবার বিকেলে এই প্রতিবেদকের কাছে ঘুষ লেনদেনের এমন একটি ভিডিও এসেছে।

ভিডিওতে দেখা যায়, ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার অফিসের চেয়ারে বসে আছে। তাঁর সামনে চেয়ারে বসে আছে তিনজন বৃদ্ধ আর একজন যুবক দাঁড়িয়ে আছে। এর মধ্যে একজন বৃদ্ধের হাতে কিছু টাকাও রয়েছে। সেই টাকাগুলো বাবুল চন্দ্রের দিকে ধরে রেখেছে। সে সময় বাবুল চন্দ্রের দিকে এক ব‍্যক্তিকে আসতে দেখা যায়। তাঁকে দেখে বাবুল বলেন, ‘সকাল বেলা কি পচা কামডা নিয়ে আইছো?’ পাশে থাকা ব‍্যক্তিটি বলছে, না বাবু পচা না এইগুলো করে দিতে হবে।’ এই কথার পর ওই বৃদ্ধের হাত থেকে টাকা নেন বাবুল চন্দ্র। এ সময় ওই ব্যক্তি আরও বলেন, ‘আরও দেবেনে মুরব্বি মানুষ আমি আছি না।’

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, এই বিষয়ে অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাঁকে অফিসের সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে