হোম > সারা দেশ > ঢাকা

জামায়াত-শিবির নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনকে স্বাগত জানাল ৫ ছাত্রসংগঠন 

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাঁর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করায় স্বাগত জানিয়েছে পাঁচ ছাত্রসংগঠন। আজ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে যৌথ বিবৃতিতে স্বাগত জানানো সংগঠনগুলো হলো—বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র ঐক্য। 

সভায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করায় বাংলাদেশের ছাত্রসমাজ স্বাগত জানাচ্ছে। একই সঙ্গে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল সাংগঠনিক পর্যায়ে যুক্ত ব্যক্তিদেরও সন্ত্রাসবাদী হিসেবে তালিকা প্রকাশ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, কোচিং সেন্টারসহ মৌলবাদী-সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান। 

যৌথ বিবৃতি দেওয়া নেতৃবৃন্দ হলেন—ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জাসদ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি অতুলান দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, বাংলাদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক  রবিন হোসেন জয় ও জাতীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক  শাহিনুর রহমান।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা