হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গুতে মৃত্যুর ৯৩ শতাংশই ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু আক্রান্ত আরও ২১১ জন গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও তিনজনের মৃত্যুসহ এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। যার ৯৩ শতাংশই রাজধানীতে মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি রোগীদের ৮৭ শতাংশও রাজধানীতে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

রাজধানীতে ডেঙ্গু রোগী ও মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, অপরিকল্পিত নগরায়ণ এবং উদ্ভিদ বা বনভূমি কমে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। এ ছাড়া যেসব এলাকায় আগে থেকেই ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, সেখানেও রোগীর সংখ্যা বেশি হয়। একজন আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ালে তাঁর থেকেও ডেঙ্গু বাড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৯ জন। এদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৪৮ জন। অর্থাৎ ৮৭ শতাংশই রাজধানীতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর মধ্যে রাজধানীতে মারা গেছেন ৭১ জন। অর্থাৎ শতকরা ৯৩ দশমিক ৪২ শতাংশ মৃত্যুই হয়েছে ঢাকায়। 
আর চলতি মাসের ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩২ জন। চলতি মাসে মারা গেছেন সাতজন। গতকাল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৬৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৭৯৫ জন এবং ঢাকার বাইরে ১৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন। তার মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং বাইরে ৪৭ জন। আগের দিন ডেঙ্গু আক্রান্ত ২২৪ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ১৬৫ জন এবং বাইরে ৫৯ জন।

গত জানুয়ারিতে ৩২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। জুনে তা ১৭২ জনে ওঠে। জুলাইয়ে সেই সংখ্যা দাঁড়ায় দুই হাজার ২৮৬ জনে। সব মিলিয়ে এ বছরের প্রথম সাত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন দুই হাজার ৬৫৮ জন। আগস্টে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। ওই মাসেই হাসপাতালে ভর্তি হন সাত হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী। এরপর সেপ্টেম্বর মাসে সাত হাজার ৮৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। 

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন