হোম > সারা দেশ > ঢাকা

ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। এসব সহায়তা আজ মঙ্গলবার রাজধানীতে এসে পৌঁছার কথা রয়েছে।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে আজ এই পদক্ষেপ চূড়ান্ত হয় বলে বিবিসি বাংলা জানতে পেরেছে।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র আজ বিবিসিকে বলেছে, ‘আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক—যাঁদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন।

‘এ ছাড়া চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক যাবেন ঢাকায়।’

গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তাঁর কাউন্টারপার্টকে ফোন করেন এবং যেকোনো দরকারে ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত, সে কথা তাঁকে জানান বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়।

গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন, ‘এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।’

এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল, বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বেশির ভাগেরই শরীর পুড়ে গেছে। এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, সরঞ্জাম এবং ওষুধ পেলে সুবিধা হয়।

সেই অনুরোধে সাড়া দিয়ে নার্সসহ দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয় ভারত।

ঢাকায় ভারত থেকে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রক্রিয়া জারি রয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল