হোম > সারা দেশ > রাজবাড়ী

নৌকা পেল ২৭৫ ভোট

রাজবাড়ী ও কালুখালী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী মাত্র ২৭৫ ভোট পেয়েছেন। তিনি মদাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মজনু। তিনি ৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট। 

জানা গেছে, ভোটের আগে প্রচার প্রচারণার কোনো কমতি ছিল না। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাও করেছিলেন নৌকার প্রার্থী। তাঁর নির্বাচনী পোস্টার, ব্যানারও দেখা গেছে ইউনিয়নের সব জায়গায়। এরপরও এমন ফলাফলে হতাশ নৌকার প্রার্থী এবিএম রোকনুজ্জামান। 

এ বিষয়ে জানতে চাইলে এবিএম রোকনুজ্জামান বলেন, ‘আমি জানি না কেন এত কম ভোট পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ওপরে ওপরে আমার হয়ে কাজ করলেও ভেতরে-ভেতরে অন্যের সমর্থন করেছে। এটি একটি নাটক ছিল।’ 

কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় তাঁর জন‍্য কাজ করেছেন। কেন এত কম ভোট পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, ‘মদাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবিএম রোকনুজ্জামান ২৭৫ ভোট পেয়েছেন। তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই