হোম > সারা দেশ > রাজবাড়ী

নৌকা পেল ২৭৫ ভোট

রাজবাড়ী ও কালুখালী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী মাত্র ২৭৫ ভোট পেয়েছেন। তিনি মদাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মজনু। তিনি ৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট। 

জানা গেছে, ভোটের আগে প্রচার প্রচারণার কোনো কমতি ছিল না। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাও করেছিলেন নৌকার প্রার্থী। তাঁর নির্বাচনী পোস্টার, ব্যানারও দেখা গেছে ইউনিয়নের সব জায়গায়। এরপরও এমন ফলাফলে হতাশ নৌকার প্রার্থী এবিএম রোকনুজ্জামান। 

এ বিষয়ে জানতে চাইলে এবিএম রোকনুজ্জামান বলেন, ‘আমি জানি না কেন এত কম ভোট পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ওপরে ওপরে আমার হয়ে কাজ করলেও ভেতরে-ভেতরে অন্যের সমর্থন করেছে। এটি একটি নাটক ছিল।’ 

কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় তাঁর জন‍্য কাজ করেছেন। কেন এত কম ভোট পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, ‘মদাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবিএম রোকনুজ্জামান ২৭৫ ভোট পেয়েছেন। তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির