হোম > সারা দেশ > ফরিদপুর

রংপুর সিটি নির্বাচনের পূর্ণ তফসিল দিল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঠিক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা বাকি ছিল। পরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম রসিক ভোটের পূর্ণ তফসিল ঘোষণা করেন।

জাহাংগীর আলম জানান, এই নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কিউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়ন বাছাই ১ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। 

সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘রংপুর সিটি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে।’

পাঁচ পৌরসভা, ৪৮ ইউপির সাধারণ ১৮ ইউপির বিভিন্ন পদে ২৯ ডিসেম্বর
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, পাঁচটি পৌরসভা-রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর। 

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হবে। 

মো. জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা এবং ৬৪ ইউপিতে ইভিএম ব্যবহার করা হবে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভায় সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করবে ইসি। সব নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

২৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সিদ্ধান্ত নেন।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের