হোম > সারা দেশ > নরসিংদী

তরুণীকে ধর্ষণের ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলার আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। গতকাল রোববার দুপুরে নরসিংদী শহরের বৌয়াকুড় স্টেশন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম সাগর আহম্মেদ (২৭)। তিনি কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ থানার বাইয়রা এলাকার বাসিন্দা। তিনি নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আলমগীরের বাড়ির ভাড়াটিয়া।

এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ভিডিও জব্দ করা হয়। আজ সোমবার দুপুরে র‍্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, সাগর আহম্মেদ নরসিংদীতে বসবাসকারী ২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতিতে চলতি বছরের ১১ জানুয়ারির পর থেকে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং দুটি ভিডিও ধারণ করেন। এরপর ছবি ও ভিডিওচিত্র প্রকাশের হুমকি দেন সাগর। পরে ফেসবুকে একটি ভুয়া আইডি তৈরি করে ওই তরুণীর কিছু ছবি আপলোড করেন। 

পুলিশ সুপার আরও বলেন, ‘এরপর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে সর্বশেষ ১৩ ডিসেম্বর ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন সাগর আহম্মেদ। এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করার পর আসামি সাগরকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই