হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় পোশাকশ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চানমারি-আদমজী সড়কের তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। সকালে বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হামিদুল বাইসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। তাঁর পাশ দিয়ে একটি কাভার্ডভ্যান অতিক্রম করার সময় তিনি ও ভারসাম্য হারিয়ে সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ড ভ্যানের পেছনের চাকার পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন কাভার্ড ভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট