হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

২০ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে নারায়ণগঞ্জের তারাব সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

উভয় মামলায় আসামি করা হয়েছে সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানকে। দুদকের ২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 

প্রথম মামলায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ১১১ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধ উপায়ে অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে ছয় কোটি ৬৮ লাখ চার হাজার ৩৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

দুদক সূত্র জানায়, মাহবুব রহমান বর্তমানে মাহবুবু স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান। দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মোট ১৪ কোটি তিন লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এর মধ্যে এক কোটি ৫১ লাখ ৭১ হাজার ৬৮৫ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি টাকার বৈধ উৎস পায়নি দুদক। 

অন্যদিকে তার স্ত্রী মিসেস মহিমা রহমান গৃহিণী হলেও ছয় কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন এমন প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। এই সম্পদ তিনি তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে গড়েছেন। সেই কারণে তাকেও সহযোগী আসামি করা হয়েছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ