নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধের আগের রাতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে মিরপুর ১ নম্বরে নবাবের বাগ উত্তরপাড়া, বেড়িবাঁধ এলাকায় এই অগ্নিসংযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বলেন, রাত ৮টা ৪৫ মিনিটে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা ৷ বাস দুটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে।