হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ড ভ্যান বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১০ কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনার কবলে পড়ে কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ১০ কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে চলমান এ যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুবই ধীর গতিতে যানচলাচল করতে দেখা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, আজ সোমবার সকাল ৭টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। পরে সেটি বিকল হয়ে হয়ে আটকে পড়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

ট্রাকচালক শফিক আজকের পত্রিকাকে বলেন, মেঘনা সেতু পার হওয়ারর পর থেকে যানজট পেয়েছি। কি কারণে যানজট তা জানি না।

বাসচালক কোরবান আলী বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লাগল। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারব।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১০ কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে বিকল হয়ে পড়ে। এতে কেউ হতাহত নেই। বিকল গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট