হোম > সারা দেশ > ঢাকা

রমজানের শেষ ১৫ দিন এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রো ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। তবে প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না। 

আজ রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

রমজানে সময় শেষে বাড়তি এক ঘণ্টা চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাত্রী চাহিদা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

এমএএন ছিদ্দিক বলেন, ‘ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এ ক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।’ 

নারীদের জন্য আরেকটি কোচ বাড়ানো সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ৬টি কোচ চলছে, ভবিষ্যতে ৮টি কোচ চালু না হওয়া পর্যন্ত নারীদের জন্য আলাদা কোচ বাড়ানো সম্ভব না।’ 

অন্যদিকে আসন্ন ঈদ-উল-ফিতরের দিন মেট্রোরেল চলাচল করবে না বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, ‘গতবারের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। রমজান মাসেও যথারীতি শুক্রবারই সাপ্তাহিক বন্ধ থাকবে।

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা