হোম > সারা দেশ > ঢাকা

রমজানের শেষ ১৫ দিন এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রো ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। তবে প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না। 

আজ রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

রমজানে সময় শেষে বাড়তি এক ঘণ্টা চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাত্রী চাহিদা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

এমএএন ছিদ্দিক বলেন, ‘ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এ ক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।’ 

নারীদের জন্য আরেকটি কোচ বাড়ানো সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ৬টি কোচ চলছে, ভবিষ্যতে ৮টি কোচ চালু না হওয়া পর্যন্ত নারীদের জন্য আলাদা কোচ বাড়ানো সম্ভব না।’ 

অন্যদিকে আসন্ন ঈদ-উল-ফিতরের দিন মেট্রোরেল চলাচল করবে না বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, ‘গতবারের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। রমজান মাসেও যথারীতি শুক্রবারই সাপ্তাহিক বন্ধ থাকবে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই