হোম > সারা দেশ > মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি

দুই বাসের সংঘর্ষে সড়ক যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং যানজট সৃষ্টি হয়।

আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহণের একটি বাস এবং বরিশালগামী সুগন্ধা পরিবহণের বাস রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনাকবলিত দুই বাস। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) আরজ আলী বলেন, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন সামান্য আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির