হোম > সারা দেশ > ঢাকা

আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলার দুই দিনের আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আন্তর্জাতিক নৃত্য দিবসে দুই দিনের জমকালো আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘মুক্ত সুরের ছন্দ’ শিরোনামে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এই আয়োজন অনুষ্ঠিত হবে।

আজ বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার লবিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এর পরে রয়েছে শোভাযাত্রা, আলোচনা ও নৃত্যানুষ্ঠান। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন। নাট্যশালার সামনে বেলুন উড়িয়ে নৃত্য দিবসের উদ্বোধন করা হবে। পরে নৃত্যশিল্পী, নাচের শিক্ষার্থী ও শিল্পকলার কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে শোভাযাত্রা বের হবে।

নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করবেন। সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করবে ভঙ্গিমা ড্যান্স থিয়েটার। ‘আদিবাসী নৃত্য’ পরিবেশন করবেন তপস্যা।

এ ছাড়া আরও নাচ পরিবেশন করবে আলিফিয়া ডান্স এটেলিয়ার, ভাবনা নৃত্যদল, রেওয়াজ পারফরমার্স স্কুল, কাথ্যাকিয়া–দ্য সেন্টার অব আর্টস, নৃত্যসুর, নাইম খান ডান্স কোম্পানি, দীক্ষা, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, নান্দনিক নৃত্য সংগঠন, নবীন নৃত্যশিল্পী, আর্টিস্ট্রি, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, কালারস অব হিল, বন্যা ললিতকলা একাডেমি, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নন্দন কলাকেন্দ্র ও ঘুঙুর নৃত্যালাপ।

এ ছাড়া ৬০-৭০ দশকের সিনেমার গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যভূমি।

পরদিন ৩০ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নৃত্য পরিবেশনায় অংশ নেবে ২৯টি দল। দুই দিনব্যাপী আয়োজন সবাই দেখতে পারবেন। ২৯ এপ্রিল প্রতিবছর বিশ্বব্যাপী নৃত্য দিবস হিসেবে পালন করা হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে