হোম > সারা দেশ > গাজীপুর

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাস্টারবাড়ি এলাকায় কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।

পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, গত ৯ মে রাতে সিয়াম নামের এক কলেজছাত্রকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাস থেকে ফেলে দিলে বাসের চাপায় সে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকাবাসী শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

অবরোধকারীরা কলেজছাত্র সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেন। এ সময় উত্তেজিত জনতা একটি বাস ভাঙচুর করে। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪