হোম > সারা দেশ > ফরিদপুর

পাবনা-৩: টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হলেন মো. মকবুল হোসেন 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মো. মকবুল হোসেন। এ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বেসরকারিভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে আলহাজ্ব মো. মকবুল হোসেনের প্রাপ্ত ভোট ১ লাখ ১৯ হাজার ৪৬৯ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হামিদ মাস্টার ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬৯ ভোট। 

এ ছাড়া আসনটিতে জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) পেয়েছেন ৭৩২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. বেল্লাল মোল্লা (আম) ৪৩০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ৪২২ ভোট, গণতন্ত্রী পার্টির খায়রুল আলম (কবুতর) ২৭৪ ভোট, জাসদের আবুল বাশার শেখ (মশাল) ১৭৫ ভোট এবং  বাংলাদেশ কংগ্রেসের মো. আজিজুল হক (ডাব) ২৫১ ভোট পেয়েছেন। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭৭১। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৯২২ জন ভোটার নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, আলহাজ্ব মো. মকবুল হোসেন পাবনা-৩ আসন থেকে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট