হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বিএনপির ডাকা দ্বিতীয় দফা আন্দোলনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে ও জেলা শহরের নগুয়া বটতলা এলাকায় জেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। 

এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল দাবিতে স্লোগান দেন। এ ছাড়া বিক্ষোভ মিছিল থেকে কিশোরগঞ্জবাসীকে হরতাল পালনের আহ্বান জানান। একতরফা নির্বাচন জনগণ মানে না বলেও স্লোগান দেন নেতা-কর্মীরা। 

কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে করা বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সমুনের নেতৃত্বে নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

অন্যদিকে জেলা শহরের নগুয়া বটতলা এলাকায় কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ শাহ আলমের নেতৃত্বে নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং মিছিল করেন। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই বিএনপি নেতা-কর্মীরা সটকে পড়েন।

এ ছাড়া জেলায় হরতালে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কে চলাচল করছে ছোট ছোট যানবাহন।

কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ শাহ আলম বলেন, ‘জনগণ এ অবৈধ তফসিল মানে না। জনমতের বিরুদ্ধে গিয়ে ইসি একতরফা তফসিল ঘোষণা করেছে। এ অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে জনগণ।’ 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক