হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মিঠামইনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ঘাগড়া ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে মো. হেলিম নামে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হেলিম ইউনিয়নের ধোবাজোড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। 

গতকাল সোমবার রাতে প্রতিপক্ষের আক্রমণে গুরুতর আহত হেলিমকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার। 

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঘাগড়া বাজার হক মার্কেটে সাবেক ইউপি সদস্য হেলিমের ওপর প্রতিপক্ষ আইয়ুব আলীর লোকজন আক্রমণ করে। এ সময় তাঁকে পিটিয়ে ও বল্লমের আঘাতে গুরুতর আহত করে এবং নৌকায় উঠিয়ে আইয়ুব আলীর বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন আইয়ুব আলীর বাড়ির ঘাট থেকে হেলিমকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য পরে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই মারা যান হেলিম। 

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার বলেন, ‘আমি ঘটনাস্থলে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির