হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বাসচাপায় শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের ‘স্বাধীন এক্সপ্রেস’ নামের একটি বাসে ভাঙচুর করতে দেখা গেছে।

আজ মঙ্গলবার সকালে এক্সপ্রেসওয়ের সূর্যনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম আলফাজ (৯)। শিশু আলফাজ ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের আলম খানের ছেলে।

স্থানীয়রা বলছে, সকালে বাড়ির পাশের এক্সপ্রেসওয়ে পার হয়ে শিশুটি সূর্যনগর বাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর হাইওয়ে বলছে, শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী যাত্রীবাহী বাস শিশুটি চাপা দিয়ে চলে যায়। হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল যাই। শিশুটি গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যায়। রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি শিশুটিকে চাপা দিয়েই চলে যাওয়ায় বাসটির সন্ধান পাইনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল