মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের ‘স্বাধীন এক্সপ্রেস’ নামের একটি বাসে ভাঙচুর করতে দেখা গেছে।
আজ মঙ্গলবার সকালে এক্সপ্রেসওয়ের সূর্যনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম আলফাজ (৯)। শিশু আলফাজ ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের আলম খানের ছেলে।
স্থানীয়রা বলছে, সকালে বাড়ির পাশের এক্সপ্রেসওয়ে পার হয়ে শিশুটি সূর্যনগর বাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল যাই। শিশুটি গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যায়। রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি শিশুটিকে চাপা দিয়েই চলে যাওয়ায় বাসটির সন্ধান পাইনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’