হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জমির বিরোধে সংঘর্ষে আহত ১৬, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৬ আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘিওর থানায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। 

আহতদের মধ্যে গুরুতর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ বছর আগে বীরসিংজুরী গ্রামের মো. দেলোয়ার হোসেন একই গ্রামের কাঙ্গালী মিয়ার কাছ থেকে ৯ শতাংশ জমি কেনেন। কিন্তু দীর্ঘদিনেও তিনি জমি সঠিকভাবে বুঝিয়ে দেননি। আজ সকালে দেলোয়ার হোসেন জমির বিষয়ে কথা বলতে গেলে তাঁর সঙ্গে কাঙ্গালীর ছেলে রাজা মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন এসে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের দেলোয়ার হোসেন, রাজা মিয়া, সিয়াম, শামীম, জাহিদসহ অন্তত ১৬ জন আহত হন। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মারামারির বিষয়ে দুই পক্ষই পৃথক অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু