হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

তুলিপ একাই পেলেন ১০ হাজার ৫৪৭ ভোট, বাকি পাঁচ প্রার্থী পেলেন ৭ হাজার ১১৮

কিশোরগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী শাহরিয়ার আহমেদ তুলিপ। 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিকলী সদর ইউনিয়নে মোট ছয়জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে এ ইউনিয়নে ১৭ হাজার ৬৬৫ জন ভোট দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আহমেদ তুলিপ নৌকা প্রতীকে একাই পেয়েছেন ১০ হাজার ৫৪৭ ভোট। বাকি পাঁচ প্রার্থী পেয়েছেন ৭ হাজার ১১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৮৫ ভোট। 

এলাকাবাসী জানায়, দেশ স্বাধীন হওয়ার পর নিকলী সদর ইউনিয়নে একবারের বেশি কেউ চেয়ারম্যান হতে পারেনি। তবে শাহরিয়ার আহমেদ তুলিপের বাবা মরহুম মুক্তিযোদ্ধা কারার বুরহান উদ্দিন সব রেকর্ড ভেঙে টানা তিনবার নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপরপরই তার ছেলে তুলিপও টানা দুবার নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। 

নিকলী সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ তুলিপ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ইউনিয়নের মানুষ আমার বাবাকে ভালোবাসতেন। আমার বাবা টানা তিনবার এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বাবার মৃত্যুর পরপরই আমি এ ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি। এবারও জনগণ আমাকে রায় দিয়েছে। বাকি জীবন বাবার আদর্শ বুকে ধারণ করে জনগণের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই।’ 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ