হোম > সারা দেশ > ঢাকা

টিয়ার শেল ছুড়ে একপাশে যান চলাচল সচল, অন্যপাশে চলছে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুড়িলে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি এয়ারপোর্ট রোডে উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের যোগাযোগও বন্ধ হয়ে যায়।

গুলশান বিভাগের ট্রাফিক পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ সড়ক প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৫টার দিকে শ্যাওড়া (জোয়ার সাহারা) এলাকায় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে উত্তরা-ঢাকা রোডে যান চলাচল শুরু হলেও কুড়িল-রামপুরা রুটের দুই পাশে এখনো অবরোধ চলছে। এতে রাজধানীর বড় অংশজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকেরা আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একযোগে সড়কে নামেন। এতে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, কিছুদিন আগেও তাঁরা রাস্তায় নেমেছিলেন। সেদিন আশ্বস্ত করার পর ফিরে যান। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ আবার অবরোধে নেমেছেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে জানায়, শ্রমিকেরা কুড়িলে অবরোধ শুরু করার পর থেকে পুরো এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।

এর আগে ৩ সেপ্টেম্বর একই দাবিতে ইউরোজোন ফ্যাশনের শ্রমিকেরা কুড়িলে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন। তখনো বাড্ডা-কুড়িল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। ভাদ্রের প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল