হোম > সারা দেশ > গোপালগঞ্জ

‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যু, রোগীর স্বজনদের মারধরের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় রোগীর স্বজনেরা প্রতিবাদ করলে ক্লিনিক কর্তৃপক্ষের লোকজন রোগীর স্বজনদেরকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ন খানা বাজারের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 

প্রসূতি আফরোজা বেগম (২০) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম খানের স্ত্রী। 

আফরোজা বেগমের মা মনিকা বেগম বলেন, ‘সকালে আমার মেয়েকে নিয়ে এই ক্লিনিকে এনে ভর্তি করি। দুপুরে ডাক্তাররা অপারেশন রুমে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পরে তাঁরা জানায় আমার মেয়ে আফরোজা ও তার গর্ভের সন্তান মারা গেছে। আমার মেয়ে মারা যায়নি, ভুল অ্যানেসথেসিয়ায় মেয়ে ও তার সন্তানকে ডাক্তাররা মেরে ফেলেছে।’ 

তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে মেরে ফেলার প্রতিবাদ করায় এই ক্লিনিকের লোকজন আমাদেরকে মারধর করেছে। আমরা এর বিচার চাই।’ 

ইউনাইটেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক চিকিৎসক জাহিদ হোসেন রিন্টু বলেন, ‘সকাল বেলা আমাদের এখানে এসে এই রোগীটি ভর্তি হয়। এরপর আমরা তাঁকে স্যালাইন দেই। দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রভাষ মণ্ডল ও আমি রোগীটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই। এরপর রোগীটি হার্ট অ্যাটার্কে মারা যায়।’ 

চিকিৎসক প্রভাষ মণ্ডল বলেন, ‘অপারেশন থিয়েটারে নিয়ে আমরা রোগীর চিকিৎসা শুরু করার আগেই মৃত্যু হয়েছে। সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’ 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি