হোম > সারা দেশ > গাজীপুর

কাউন্সিলর প্রার্থী নিখোঁজ, এলাকায় মাইকিং

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভা নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে (৪০) খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা । এছাড়াও তাকে ফিরে পেতে এলাকায় মাইকিং করা হয়েছে।

 নিখোঁজ ওই কাউন্সিলর প্রার্থী কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

মেহেদী হাসানের স্ত্রী আলো বেগম তাঁর স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেদী হাসান বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল থেকে দুপুর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল-ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় নিখোঁজের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে ডালিম প্রতীকে নির্বাচন করছেন মেহেদী হাসান।

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের