হোম > সারা দেশ > গাজীপুর

কাউন্সিলর প্রার্থী নিখোঁজ, এলাকায় মাইকিং

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভা নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে (৪০) খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা । এছাড়াও তাকে ফিরে পেতে এলাকায় মাইকিং করা হয়েছে।

 নিখোঁজ ওই কাউন্সিলর প্রার্থী কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

মেহেদী হাসানের স্ত্রী আলো বেগম তাঁর স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেদী হাসান বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল থেকে দুপুর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল-ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় নিখোঁজের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে ডালিম প্রতীকে নির্বাচন করছেন মেহেদী হাসান।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ