হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আজও শতাধিক শ্রমিক অসুস্থ, চিকিৎসকেরা বলছেন ‘গণমনস্তাত্ত্বিক রোগ’

গাজীপুর প্রতিনিধি

হাসপাতালে অসুস্থ শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর বাসন কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানায় আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (১৭ মে) একই কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ সোমবার সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর থেকে শ্রমিকেরা একে একে অসুস্থ হতে থাকেন। গত তিন দিন ধরে ওই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন। প্রথম দুই দিন পানি পান করে অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও আজ পানি না খেয়েও কেউ কেউ অসুস্থ হয়েছেন। তবে কী কারণে এই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছে, তার কারণ নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকেরা। চিকিৎসকেরা এটিকে বলছেন, ‘গণমনস্তাত্ত্বিক রোগ’।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানায় শ্রমিকেরা আজ সকালে যথারীতি কাজে যোগ দেন। এরপর একে একে শতাধিক শ্রমিক তৃতীয় দিনের মতো আজও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মাথা ঘোরা ও বমি বমি ভাব রয়েছে।

অসুস্থ শ্রমিকেরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘোরাচ্ছে এবং বমির ভাব হচ্ছে। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই কারখানায় বমি হয়। পরে কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেককে।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার সায়েম কবির বলেন, ‘৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেক রোগী বমি, পেটব্যথা, মাথা ঘোরানো নিয়ে এসেছেন। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও এসেছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত।’

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯