হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

প্রতিনিধি, ভূঞাপুর (টাঙ্গাইল) 

আব্দুল আলীম। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল আলীম (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাগমারীপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক এম কে হাতেম বলেন, আব্দুল আলীম টাঙ্গাইলের বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভূঞাপুর আসছিলেন। এ সময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে স্ত্রী-সন্তানসহ আলীম গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলীমের মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও সন্তান সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন