হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

প্রতিনিধি, ভূঞাপুর (টাঙ্গাইল) 

আব্দুল আলীম। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল আলীম (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাগমারীপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক এম কে হাতেম বলেন, আব্দুল আলীম টাঙ্গাইলের বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভূঞাপুর আসছিলেন। এ সময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে স্ত্রী-সন্তানসহ আলীম গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলীমের মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও সন্তান সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু