হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় জেলের জালে ১৫ কেজির কাতল, ২৪ হাজার টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ধরা পরেছে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়। 

এলাকা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে ঢালার চর এলাকার জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ৭টার দিকে জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের সৈকত মোল্লার আড়তে নিয়ে আসেন। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ১ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে আড়ত থেকে কিনেছি। এখন মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করব।’ 

জেলে কৃষ্ণ হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার অনেক ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পরেছে। অনেক দিন পর বড় মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।’ 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, ‘মিঠা পানির এত বড় সুস্বাদু মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।’    

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার