হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও ভাশুর গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী ফরহাদ মোল্লা (৪০) ও ভাশুর কেরামত মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পাশের সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয় বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রামের আকমাল মোল্লার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ হাসিনা বেগমের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। হাসিনা পাশের ভাঙ্গা উপজেলার মানিকদী-খারদী গ্রামের মোসলেম খলিফার মেয়ে। তিনি এক কন্যাসন্তানের মা।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, নিজ ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা মোসলেম খলিফা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলায় ওই গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের অভিযুক্ত করা হয়।

ওসি আরও বলেন, গতকাল রাতে পাশের সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফরহাদ মোল্লা তাঁর বড় ভাই কেরামত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ