হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে কলাবাগান থেকে পঞ্চ মনিদাস (৪৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পঞ্চ মনিদাস কোচেরচর ঋষিপাড়া গ্রামের নিয়ত মনিদাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন। 

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়া করা অটোরিকশাটা নিয়ে বাড়ি থেকে বের হন পঞ্চ মনিদাস। রাতে বাড়িতে না আসায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি । শুক্রবার সকালের দিকে কীর্তিবাসদী গ্রামের এক নারী আলুখেতে কাজ করতে যান। এ সময় তিনি কলাখেতে হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তাঁর ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। মনোহরদী থানায় সংবাদ দেন তাঁরা। পরে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভাড়ায় চালিত অটোরিকশাটি পাওয়া যায়নি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির