হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে কলাবাগান থেকে পঞ্চ মনিদাস (৪৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পঞ্চ মনিদাস কোচেরচর ঋষিপাড়া গ্রামের নিয়ত মনিদাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন। 

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়া করা অটোরিকশাটা নিয়ে বাড়ি থেকে বের হন পঞ্চ মনিদাস। রাতে বাড়িতে না আসায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি । শুক্রবার সকালের দিকে কীর্তিবাসদী গ্রামের এক নারী আলুখেতে কাজ করতে যান। এ সময় তিনি কলাখেতে হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তাঁর ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। মনোহরদী থানায় সংবাদ দেন তাঁরা। পরে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভাড়ায় চালিত অটোরিকশাটি পাওয়া যায়নি।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১