রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় লাগা আগুনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির স্টুডিও, প্যানেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এতে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার পরে ভবনের ভেতরে ঘুরে আসেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারছি না। শুধু দেখলাম সিলিং থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রথমে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। সেই সঙ্গে কিছু মালামাল বের করার চেষ্টা করা হয়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে ধোঁয়ার কারণে আমরা সবাই নিচে নেম আসি।’
রাব্বি আরও জানান, আগুনের কারণে যমুনা টিভির স্টুডিও, ভিডিও এডিটিং প্যানেল, ক্যামেরা, নিউজরুমে লাইভের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।
রাহাত টাওয়ারের ১১ তলায় যমুনা টিভি, অষ্টম তলায় বিজয় টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান।